শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শাশ্বত হে শহীদেরা

মোহন রায়হান

আমরা তোমাদের ভুলে গেছি

ভুলে গেছি তোমাদের হীরণ স্মৃতি।

মনে রাখবার মতন অতটা সময় কোথায়?

আমরা সবাই ব্যস্ত যে-যার ধান্দায়।

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে কোনো মানুষেরই

আত্মোৎসর্গ আর বেশি স্পর্শকাতর নয়

বেশি দিন কারও স্মৃতি ধরে রাখবার মানবিক

বোধ ক্রমশ লোপ পাচ্ছে আর চেতনা নামক

উচ্চমূল্যবোধ সে তো মধ্যযুগী আদর্শবাদ।

সকল কিছুই কম্প্যুটারের ডাটা এন্ট্রি

প্রসেসে ঢুকে যাচ্ছে; কীবোর্ড আঙ্গুল ছুঁলেই

হৃদয়ের পরিমাপ মগজের সূক্ষ্মাতিসূক্ষ্ম চেতনাফলক

দ্রুত ভেসে উঠছে উজ্জ্বল স্ক্রিনে- দিন ক্ষণ তিথি লগ্ন

স্মরণ উৎসব হার্ডডিস্কে রেখে সুনিশ্চিত থাকা যায়।

মন-হৃদয়-চেতনা-অনুভূতি রাবীন্দ্রিক এইসব

ঝেড়েমুছে ফেলে-ইলেকট্রো মডার্ন হতে হবে আজ।

তোমাদের তাই আর মনে রাখতে পারছি না

হে প্রিয়, শহীদ সাথী ও বন্ধুরা

স্মৃতি নামক পরাবাস্তব শব্দটি পরিহার করতে চাই।

তোমাদের বিদ্রোহী চোখ প্রতিবাদী ঠোঁট

চিতাবাঘের মতন চিতানো বুকের ফিনকি দেয়া রক্ত

বড় বেশি ডিস্টার্ব করে আজকাল।

তোমাদের রক্তছোঁয়া অঙ্গীকার

আজ আমাদের অর্থ-সম্পদ-ক্ষমতা

ঐশ্বর্য-প্রাচুর্যের বড় বেশি বাধা।

পুনরুত্থিত পুঁজিবাদ-মৌলবাদ-স্বৈরশাসনের

আধুনিক সৌরজগতে প্রবেশ করতেই হবে

তোমাদের মনে রাখা একেবারেই অসম্ভব।

তোমাদের ভাই বোন প্রিয় সাথী-সহযোদ্ধা

হৃদয়তমা নারী স্বজন বান্ধব

কারও পক্ষেই আর বছরের-পর-বছর স্মৃতি নিয়ে

কালক্ষেপণ সম্ভব নয়।

শুধুমাত্র তোমাদের গর্ভধারিণী মায়েরা

কোনোমতেই যাদের কম্প্যুটার-জগতে ঠেলে দেওয়া যাবে না

শুধু তারাই দিনরাত অশ্রুপাত করতে পারবে আমৃত্যু।

আমরা তোমাদের ভুলে গেছি

         ভুলে গেছি...

                      ভুলে গেছি...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর