শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

একুশে ফেব্রুয়ারি

মারুফ রায়হান

আমার বাংলা ভাষা আমার ভায়ের রক্ত দিয়ে ধোয়া

আমার প্রাণের বর্ণমালা একেকটি নান্দনিক নকশা যেন

উড়ছে হাওয়ায় আজ নব সহস্রাব্দে

অক্ষরের পর অক্ষর সাজিয়ে পৃথিবীর কক্ষপথে

নক্ষত্রের উজ্জ্বলতায় লিখছে বাংলাদেশ

আর যত দাপুটে ও সংখ্যালঘু ভাষা তাকে জানাতেছে

                                                রক্তিম অভিবাদন

মানুষের হৃদয়ে এ এক নবতর অনুভব-

সকল ভাষার প্রাপ্য ভালোবাসা, সমান মর্যাদা।

 

ভাষা কি কেবলই ভাষা

ভাষা মানে দেশ মানে জাতি- অকৃত্রিম উৎসমূল

তবু দ্যাখো নিজের ভিটেয় মাতৃভাষা উপেক্ষায় হতবাক

সন্তানেরা সব হীনম্মন্য- জানে না বানান, ব্যাকরণ,

বাক্যগঠনের রীতি, শুদ্ধ উচ্চারণ- তার নেই ভাষাবোধ

বাণিজ্য সন্ধানে ভিন্ন ভাষার বাহক তারা সব

                                অহংকারী ইউরোপগামী

 

দ্যাখো ভিড়ভাট্টা থেকে দূরে কবি বসে আছেন একাকী

ভাষা তাঁর হাতে পদ্মফুল হয়ে ফোটে একুশের ভোরে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর