রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

লিখি না ওষ্ঠের নিভৃত আহ্বান

জাহিদুল হক

লিখি না ওষ্ঠের নিভৃত আহ্বান

লিখি না আজকাল কবিতা দর্শন বেদনা;

লিখি না ওষ্ঠের নিভৃত আহ্বান কিংবা

ভোরের ভেজা ছোঁয়া, দুপুর গোধূলির সংজ্ঞা;

লিখলে কেঁদে ওঠে সুদূর কারো মুখ, দ্যোতনা!

 

মৃত্যু সব নেয়, নিয়েছে যতো কিছু দুরূহ

হৃদয় ধুকপুক আশার ঝাড়বাতি স্বপ্নে,

লিখেছে ইতিহাস নীরবে তার বুকে সতত,

যদিও লেখে নাই আমারই সেই মুখ তুলিতে।

 

হায়রে, কার মুখ বর্ষা গ্রীষ্মের ভাঙনে

দেয়ালে পোস্টারে নীরবে জেগে ওঠে নিমেষে;

কেবলি দুঃখের দ্রাঘিমা খুঁড়ে খুঁড়ে যাত্রা

করেছি তার খোঁজে, হায়রে, কার মুখ অধরা!

 

পড়েছে তাকে মনে আজকে ভাঙা দিনে যখনই,

লিখছি সেই কথা তোমারই আদলের অধীনে;

যদিও তোমাকেও এখনো চিনি নাই গভীরে।

আমার মুখটিও আমার কাছে থাকে অচেনা।

 

জীবনে কতো কিছু লিখতে পারি আমি সহজে,

কেবল সেই মুখ তুলিতে দিতে পারি না;

তা হ’লে এসো আজ দু’জনে ভালোবাসি দু’জনে,

মৃত্যু পার হবো হাজার মৃত্যুকে ছাড়িয়ে।

সর্বশেষ খবর