সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফ্লাশব্যাক : ১৯৫২

সোহরাব পাশা

ফ্লাশব্যাক : ১৯৫২

রৌদ্রের নকশা ছেঁড়া

অমারাত্রি। কার্ফু-পথ

 

তখন চাঁদের খোঁড়াখুঁড়ি করা ধুম

ঘুম নেই। স্বপ্নেরা শঙ্কিত।

প্রিয় স্পর্শ ঝলসায় আগুন-করাতে

শোকের ব্যান্ডেজে অবরুদ্ধ মেডিক্যাল

কুয়াশার কাঁটাতারে কালোব্যাজ পরে-

ছানিপড়া ভোর

 

মেঘের আকাশ জোড়া ছোটে কালো ঘোড়া

প্রাণপায় স্বপ্নভাষা, অন্ধকার ধোয় আলোজলে

মুখর বৃষ্টির কাছে খোলে

বুকের বোতাম

 

ওড়ে ঘাসফড়িং এবং ঝর্না ছোঁয়

নদীর মাতাল ঊরু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর