বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

কুমিল্লা ইপিজেডে হাজার কোটি টাকা বিনিয়োগ

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) নতুন আরও ১১টি কারখানা উৎপাদনে যাচ্ছে। বিনিয়োগ হচ্ছে ১ হাজার ১৬২ কোটি টাকার। এতে কর্মসংস্থান হবে ১৮ হাজার শ্রমিকের।

সূত্র জানায়, এখানে নতুন বিনিয়োগ করা ১১টি বিদেশি এবং যৌথ মালিকানার ফ্যাক্টরির মধ্যে সবচেয়ে বড় পাকিস্তানের সুরটি টেক্সটাইল। তাদের এখানে কর্মসংস্থান হবে ৫ হাজার মানুষের। ১১টি প্রতিষ্ঠান ডিসেম্বরের মধ্যে উৎপাদনে যাচ্ছে বলে জানা যায়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপকের জনসংযোগ কর্মকর্তা নাজমা বিনতে আলমগীর জানান, কুমিল্লা ইপিজেডে ১১টি নতুন কারখানা চালু হচ্ছে। কারখানাগুলো হচ্ছে- চীনের মালিকানাধীন বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ফাইবার ইন্ডাস্ট্রি, জাপানের খেলনা তৈরি কারখানা হাসি টাইগার কোম্পানি লিমিটেড, জাপানের ক্যাট গার্মেন্ট, চায়নার মালিকানাধীন ফ্যাশন হেয়ারের সামগ্রী তুংহিং বাংলাদেশ লিমিটেড, শ্রীলঙ্কার ওয়েস্টার্ন পেপার ইন্ডাস্ট্রিজ ও তুরস্কের স্টার কার্পেট প্রাইভেট লিমিটেড। এ সব কোম্পানির তৈরি পোশাক, গার্মেন্ট এক্সসেরিজ, টেক্সটাইল, ইলেক্ট্রনিক্স পার্টস, ফুটওয়্যার, প্লাস্টিক পণ্য, মেডিসিন বক্স ও বিভিন্ন পণ্য উৎপাদন করবে। কুমিল্লা ইপিজেডের জিএম মো. আবদুস সোবহান বলেন, কুমিল্লা ইপিজেডে বর্তমানে ১৭ হাজার শ্রমিক কর্মরত রয়েছে।

নতুন ১১টি কারখানা চালু হলে এখানে কাজের সুযোগ পাবে আরও ১৮ হাজার শ্রমিক। এখানে কুমিল্লার বেকার ও স্বল্প শিক্ষিত তরুণ-তরুণীরা কর্মসংস্থানের সুযোগ পাবে।

 

সর্বশেষ খবর