বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রিজার্ভ বেড়ে ফের ২৫ বিলিয়ন ডলার

কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের আড়াই হাজার কোটি (২৫ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বজায় থাকায় রিজার্ভ বাড়ছে বলে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা মনে করছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মঙ্গলবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলারে। এই অর্থ দিয়ে সাত মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এর আগে ২৫ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ আড়াই হাজার ডলারের মাইলফলক অতিক্রম করলেও গত ৭ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) পরিশোধের পর রিজার্ভ দুই হাজার ৪০০ ডলারে নেমে আসে। এরপর গত মঙ্গলবার আবার তা আড়াই হাজার ডলার ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান রিজার্ভ বৃদ্ধির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদের সময় প্রবাসীরা তাদের স্বজনদের কাছে বেশি রেমিট্যান্স পাঠায়। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি রপ্তানি আয়ে প্রবৃদ্ধি অব্যাহত থাকায় রিজার্ভ বাড়ছে।

সর্বশেষ খবর