বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে বেড়েছে ২ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়ে শেষ হয়েছে মঙ্গলবারের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪০৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গতকাল লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৯৬ লাখ টাকা। প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ পয়েন্টে এবং ২ দশমিক ৪০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৫১টির এবং কোনো পরিবর্তন হয়নি ৫২টির। অন্যদিকে, সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৫৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪৫ লাখ টাকা।

সর্বশেষ খবর