বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিএসইতে প্রধান সূচক ১, সিএসইতে বেড়েছে ১৫ পয়েন্ট

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে মঙ্গলবারের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৫ পয়েন্ট বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৮০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৮ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৪৩ কোটি ৭০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৯১ লাখ টাকা।  ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯১ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ০ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক  ১ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৭ কোটি ১৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৬৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪১৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৭০ পয়েন্টে আছে।

সর্বশেষ খবর