সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কর্পোরেটকর্নার

কর্পোরেটকর্নার

তিন দিনব্যাপী অনুষ্ঠেয় ইন্দো-বাংলামোটর শোতে রানার অটোমোবাইলস লিমিটেড এনেছিল বাজাজ ব্র্যান্ডের তিনটি উচ্চ প্রযুক্তির মডেল - আরইএলপিজি, ম্যাক্সিমা ডিজেল ও আরই কার্গো থ্রি-হুইলার।

বছরে ১০ হাজার গাড়ি তৈরির লক্ষ্য নিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছে ইফাদ অটোস লিমিটেড। সম্প্রতি ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে  ইফাদের নিজস্ব কারখানায় এ উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হলো ইন্দো-বাংলা অটোমোটিভ শো-২০১৭। এবারের শো - তে ভলভো - আইশার তাদের আধুনিক ও সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্বলিত ৪টি গাড়ির প্রদর্শনীর আয়োজন করে।

 

সম্প্রতি রাজধানীর খিলক্ষেতে উদ্বোধন হলো টাউনশিপ মেগা-স্যাটেলাইট সিটি ‘‘লেকসিটি কনকর্ড’’ শপিং কমপ্লেক্স এ অবস্থিত ‘‘লেকসিটি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এবং লেকসিটি ফিটনেস সেন্টার অ্যান্ড স্পা’’।

 

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক পরিচালনা ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে  সম্প্রতি অনুষ্ঠিত হয়।

—বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর