বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট, সিএসইতে ৬২

প্রতিদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে গতকালের কার্যক্রম। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৯০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৫ কোটি ৭৯ লাখ। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ০২ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৯৬১ কোটি ৮ লাখ টাকা।  এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে

১১৯টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬২ কোটি ৯৫ লাখ টাকা।

সর্বশেষ খবর