বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ব্লু ইকনোমি অথরিটি চায় সংসদীয় কমিটি

আহমদ সেলিম রেজা

দেশের বিশাল সমুদ্রসম্পদকে কাজে লাগাতে ‘ব্লুু ইকোনোমি অথরিটি’ চায় সংসদীয় কমিটি। এজন্য অবিলম্বে সমুদ্রসম্পদ আহরণ ও উত্তোলন সংক্রান্ত একটি আইন প্রণয়ন করে উক্ত অথরিটি গঠনের সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে গত রবিবার অনুষ্ঠিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম। কমিটির সদস্য হুইপ আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম আবদুল লতিফ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার  বৈঠকে অংশ নেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে জ্বালানি নীতিমালা অমান্য করে অবৈধভাবে কনডেনসেট সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এজন্য আর্থিক অনিয়ম ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দেওয়ারও সুপারিশ করা হয়। একই সঙ্গে কনডেনসেটের অপব্যবহার রোধে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করার সুপারিশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চায় কমিটি। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সমুদ্র বিজয়ের মাধ্যমে পাওয়া এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রসীমা এলাকায় বিপুল সমুদ্রসম্পদ নির্ভর ব্লু ইকোনোমি গড়ে তোলার সুযোগ অবারিত হয়েছে বাংলাদেশের সামনে। এ সমুদ্র এলাকা নিবিড় পর্যবেক্ষণ, সুমুদ্র সম্পদ আহরণ ও উত্তোলন করার জন্য এখন প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন।

সর্বশেষ খবর