সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

কর্পোরেট কর্নার

কর্পোরেট কর্নার

“একসাথে লড়বো, করোনাভাইরাস রুখবো!”- এটিকে মূলমন্ত্র  রেখে ঢাকার রাস্তায় ডাবর এর ক্যারাভ্যানে উপহারগুলো হস্তান্তর করতে দেখা যায়। জানা-যায়, এই উদ্যোগটি করোনাভাইরাস মহামারীর সময়ে ডাবরের এমন আরও অনেক দায়িত্বমূলক উদ্যোগের মধ্যে একটি।


 

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের সুরক্ষায় পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিল কেএসআরএম। সম্প্রতি সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল কবীরের কাছে পিপিই হস্তান্তর করেন কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম।


 

করোনাকালে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার উদ্ভোধন করা হয়েছে। রোটারি গভর্নর (২০২০-২১) এম. রুবাইয়াত হোসেন  ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেন্টার উদ্ভোধন করেন।


 

পৃথিবীব্যাপী কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে টাটা মটরসের বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের জন্য ওয়ারেন্টি সেবা বর্ধিত করা হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশে যেসব গ্রাহকদের গাড়ির ওয়ারেন্টির মেয়াদ ১৫ মার্চ, ২০২০ শেষ হয়েছে, তাদের  ওয়ারেন্টি সুবিধা দুই মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।-বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর