বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কর্পোরেট কর্নার

কর্পোরেট কর্নার

‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ এবং প্রিমিয়ার শিক্ষাঙ্গন ডেবিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি


ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি ব্যাংকের বামেলকোদের জন্য ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে


গোল্ড ক্যাটাগরিতে ইউরোপিয়ান সোসাইটি ফর কোয়ালিটি রিসার্চ (ইএসকিউআর)-এর ‘দ্য কোয়ালিটি চয়েস প্রাইজ ২০২২’ সম্মাননা জিতল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড


২৮ জুলাই ছিল বিশ্ব হেপাটাইটিস দিবস। এ উপলক্ষে ইউনাইটেড হসপিটাল সপ্তাহব্যাপী সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। -বিজ্ঞপ্তি

 

বিডিবিএলের এজিএম

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৩১ জুলাই অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব শামীমা নার্গিস সভায় সভাপতিত্ব করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন সরকারের প্রতিনিধি হিসেবে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক সাবেক অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান, মো. আবু হানিফ খান, সাবেক অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।

 

হাতিলের ডিলার্স মিট

বাংলাদেশের ফার্নিচার ব্র্যান্ড হাতিল নয়াদিল্লিতে প্রথমবারের মতো গত ২৩ জুলাই প্যান ইন্ডিয়া ডিলার্স মিটের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার  মুহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন ভারতের সিবিআইসির যুগ্ম কমিশনার এবং ডিজি ভিজিল্যান্স ড. মনদীপ কুমার বাতিশ। অনুষ্ঠানের ইভেন্ট চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন হাতিল বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক  সেলিম এইচ রহমান। এ ছাড়াও হাতিল বাংলাদেশের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।

 

বীকন ফার্মাসিউটিক্যালস

বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজের উদ্যোগে উদ্যাপিত হলো বিশ্ব হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস-২০২২। ২৭ জুলাই সকালে ঢাকা মেডিকেল কলেজের আম-চত্বরে সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে দিবসটি উদ্যাপনের কার্যক্রম শুরু হয়। এ সময় দিবসটির মূল প্রতিপাদ্য ‘সচেতন হোন, সুস্থ থাকুন’ লেখা সংবলিত প্ল্যাকার্ড ও লিফলেট বিতরণ করা হয়। র‌্যালি শেষে ডা. মিলন অডিটোরিয়ামে ‘হেড-নেক ক্যান্সার ম্যানেজমেন্ট: বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

 

শান্ত-মারিয়ামেনবীনবরণ

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় আয়োজিত হলো শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সামার সেমিস্টার-২২ এর শিক্ষার্থীদের নবীনবরণ। রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর