১৪ জানুয়ারি, ২০২১ ১৭:২১

বেলকুচিতে প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বেলকুচিতে প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ ওঠেছে। প্রার্থী সাজ্জাদুল হক রেজা টাকার বান্ডিল নিয়ে নিজ হাতে ভোটারদের ডেকে টাকা তুলে দিচ্ছে এমন একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সচেতন ভোটারের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ইতোমধ্যে ভিডিও ক্লিপটি জেলা রিটার্নিং অফিসারের হাতে পৌছেছে। অবিলম্বে ওই প্রার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায় কয়েকজন মোবাইল লাইট জ্বালিয়ে ধরে রয়েছে আর মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা হাতে টাকার বান্ডিল নিয়ে নিজে একজন একজন করে ভোটারকে ডেকে ডেকে টাকা তুলে দিচ্ছেন। ভোটাররা সংকোচবোধ করলেও টাকা নিচ্ছে। ভিডিওটি চালা এলাকার বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

এ বিষয়ে সাজ্জাদুল হক রেজার মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

তবে বিষয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আশানুর বিশ্বাস জানান, অবৈধভাবে টাকা দিয়ে যারা ভোট কিনছে তারা আসলে সুষ্ঠ নির্বাচন চায় না। নির্বাচনকে কলঙ্কিত করতে দরিদ্র মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে। টাকা ছড়িয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরী করছে। 

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার আবুল হোসেন জানান, ভিডিও ক্লিপটি আমরা দেখেছি। ইতোমধ্যে একজন ম্যাজিস্ট্রেট কে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর