শিরোনাম
১৫ জানুয়ারি, ২০২১ ১৮:২১

মোংলায় নির্বাচনী সহিংসতায় কাউন্সিলর প্রার্থীসহ আহত ৮

বাগেরহাট প্রতিনিধি

মোংলায় নির্বাচনী সহিংসতায় 
কাউন্সিলর প্রার্থীসহ আহত ৮

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সফিকুর রহমানের সমর্থকদের হামলায় প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আ. রাজ্জাকের ৮ কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে জুলিয়ান সরকারের অবস্থা গুরুতর। তাকে স্থায়ী বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্থায়ী বন্দরের কামারডাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

হামলার শিকার প্রার্থী কাউন্সিলর প্রার্থী আ. রাজ্জাক অভিযোগ করে বলেন, নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সফিকুর রহমানের লোকজনের বাধার মুখে নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারছেন না তিনি। এরইমধ্যে বৃহস্পতিবার রাতে সফিকুর রহমানের কর্মী ও সমর্থকেরা বুড়িরডাঙ্গা বাজার সংলগ্ন কামারডাঙ্গা এলাকায় সমবেত হয়।

এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই তাদের উপর হামলা চালায় উট পাখি প্রতীকের সফিকুর রহমান ওরফে সাদ্দাম শফির সমর্থকরা। এ হামলায় সংখ্যালঘু নারীসহ তার ৮ কর্মী-সমর্থক আহত হয়। হামলার পরপরই ঘটনস্থালে যায় পুলিশ। এ সময় এক পুলিশও সফিকুর রহমানের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে জানান তিনি। তবে পুলিশ সদস্য লাঞ্ছিতের বিষয়ে থানা পুলিশ কোন মন্তব্য করেনি। এ ঘটনায় অভিযোগ দেয়া হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর