১৬ জানুয়ারি, ২০২১ ০৯:৩০

বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের উপস্থিতি

টাঙ্গাইল প্রতিনিধি

বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের উপস্থিতি

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

দেশে দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে টাঙ্গাইল জেলায় এই প্রথম ধনবাড়ীতে ইভিএমে ভোট হচ্ছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোন প্রকার বিশৃংখলার খবর পাওয়া যায়নি। 

ধনবাড়ী পৌরসভায় মোট ভোটার হচ্ছে ৩০ হাজার তিনজন। এদের মধ্যে পুরুষ ১৪ হাজার চারশত ৬৩ জন আর মহিলা রয়েছে ১৫ হাজার পাঁচশত ৪০ জন। মোট কেন্দ্র রয়েছে ১৫টি। নির্বাচনে চারজন মেয়র প্রার্থী, ৯টি ওয়ার্ডে ২৯ জন কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। 

এদিকে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করার লক্ষে ২ প্লাটন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ, র‌্যাব, আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১ জন জুডিসিয়াল ও ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। ভোটাররাও এই পদ্ধতিতে ভোট দিতে পেরে অনেক খুশি।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর