১৮ জানুয়ারি, ২০২১ ১৬:০৬

নওগাঁ পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ইকবাল শাহরিয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ইকবাল শাহরিয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নওগাঁ পৌরসভাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাসহ নানা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পৌর নির্বাচনের ইশতেহার দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেল। 

সোমবার দুপুরে শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। 

মেয়র প্রার্থী ইকবাল শাহরিয়ার সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পড়ে শোনান। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে সর্বপ্রথম পৌরবাসীর কাছে এ কথা প্রমাণ করব যে আমি তাঁদেরই লোক। এ শহরের বাসিন্দা হিসেবে পৌরবাসীর সকল সমস্যা বুঝি এবং সেসব সমস্যা সমাধানের জন্য দিন-রাত কাজ করে যাব। 
 
ইকবাল শাহরিয়ার নারকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি। তার দলীয় কোনো পরিচয় না থাকলেও আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এবং সম্প্রতি হয়ে যাওয়া জেলা যুবলীগের কাউন্সিলে সভাপতি প্রার্থী ছিলেন। 

মেয়র পদে অপর দুই প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা ও বিএনপির প্রার্থী নজমুল হক সনি। 

আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে নওগাঁ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর