২৮ জানুয়ারি, ২০২১ ১৪:১৯

পৌরসভা নির্বাচন: বরগুনায় পাল্টা-পাল্টি হামলার অভিযোগ

বরগুনা প্রতিনিধি

পৌরসভা নির্বাচন: বরগুনায় পাল্টা-পাল্টি হামলার অভিযোগ

বরগুনা ও পাথরঘাটা পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে পাল্টা-পাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে সাধারণ ভোটাররা আতঙ্কের মধ্যে পড়েছেন। ভোটের আর মাত্র ২ দিন বাকী থাকলে এখনও ভোটের পরিবেশ নিয়ে রয়েছে ভোটারদের মধ্যে উৎকণ্ঠা। 

আসছে ৩০ জানুয়ারি শনিবার জেলা সদরের গুরুত্বপূর্ণ বরগুনা সদর ও পাথরঘাটা পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে। বরগুনা পৌরসভার ভোটার সংখ্যা ২৬ হাজার ১২ ভোট। মেয়র প্রার্থী হচ্ছেন ৯ জন। 

প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত ২য় বারের মতো মেয়র প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম মহারাজ। বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন। বিএনপি, জাতীয় পার্টি, ইশা আন্দোলন তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলেও বিএনপি দলীয় ভোটারদের ধরে রাখার চেষ্টা করছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর