রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বৈশাখী ছুটি দিয়েছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক

বৈশাখী ছুটি দিয়েছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক

তার উপাধি ছিল ‘বাংলার শের’। শেরেবাংলা এ কে ফজলুল হক বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক। কিংবদন্তি রাজনীতিবিদ ছিলেন। বাংলার মানুষকে শিক্ষিত ও রাজনৈতিক সচেতন করে তুলতে তিনি ছিলেন অগ্রগণ্য। বাংলার মানুষের মনে বাঙালি জাতীয়তাবাদের ভিত রচনা করেছিলেন তিনি। বাংলায় স্বাধীনতার স্বপ্ন বুনেছেন। জনমানুষকে বাংলার শেকড়ের সঙ্গে যোগাযোগ করিয়েছেন তিনি। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এই দিনটির গুরুত্ব ও উৎসবমুখর আবহাওয়া নতুন করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। গ্রাম-বাংলার খেটে খাওয়া সাধারণ কৃষিজীবী মানুষের ভাষা তিনি বুঝতে পেরেছিলেন। জানতেন শহুরে মানুষের কাছে সাংস্কৃতিক উৎসবের ছোঁয়া কীভাবে এনে দিতে পারে নতুনের লড়াইয়ের শক্তি। ১৯৫৪ সালের পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ উৎখাত হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করেন। এটি ছিল বাঙালি জাতীয়তাবাদের সুস্পষ্ট ধারণা উপলব্দি করার ঐতিহাসিক এক ঘোষণা। সে বছর বাঙালি তার নববর্ষ উদযাপন করেছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে।

 

সর্বশেষ খবর