রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গ্রাম-বাংলায় আনন্দ উৎসব

গ্রাম-বাংলায় আনন্দ উৎসব

ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

পয়লা বৈশাখের আনন্দ উৎসবে গ্রাম-বাংলার লোকজ মেলার কথা আলাদা করে না বললেই নয়। সব বয়সী মানুষ এ মেলার জন্য মুখিয়ে থাকত এক সময়। বৈশাখী মেলা মানেই ছিল গ্রামের মানুষের বাৎসরিক উৎসবের দিন। এ মেলায় থাকত তাঁতে বোনা পোশাক, মাটির খেলনা, গৃহস্থালি দ্রব্য হাঁড়ি-পাতিল। বাচ্চাদের জন্য খেলনা, মহিলাদের সাজ-সজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন- চিড়া, মুড়ি, খৈ, বাতাসা ও বিভিন প্রকার মিষ্টি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগায়ক ও লোকনর্তকদের উপস্থিতি থাকে। তারা যাত্রা, পালাগান, কবিগান, জারিগান, গম্ভীরা গান, গাজীর গান, আলকাপ গানসহ বিভিন্ন ধরনের লোকসংগীত, বাউল-মারফতি-মুর্শিদি-ভাটিয়ালি ইত্যাদি আঞ্চলিক গান পরিবেশন করেন। নাটক, পুতুল নাচ, নাগরদোলা, সার্কাস ইত্যাদি মেলার বিশেষ আকর্ষণ। এ ছাড়া শিশু-কিশোরদের আকর্ষণের জন্য থাকত বায়োস্কোপ।

হালখাতা আর পুণ্যাহ উৎসব ছিল বৈশাখী উৎসবের প্রাণ। ঘোড়দৌড়, ষাড়ের লড়াই, মোরগের লড়াই, পায়রা ওড়ানো, ঘুড়ি ওড়ানো, গরুর দৌড় প্রতিযোগিতা ছিল জনপ্রিয়। এছাড়া গ্রামাঞ্চলে নৌকা বাইচ, বহুরূপীর সাজ, হাডুডু খেলার আয়োজনও থাকত। গ্রামবাংলার জনপ্রিয় অনেক খেলার প্রচলন এখন আর নেই। অবশ্য ব্যতিক্রমও আছে। যেমন- চট্টগ্রামের বলীখেলা এবং রাজশাহীর গম্ভীরা এখনো টিকে আছে।

বৈশাখী মেলায় নাগরদোলা


পুতুল নাচ বৈশাখী মেলার আরেক আকর্ষণ


ষাঁড়ের লড়াই দেখতে উপচে পড়া ভিড়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর