রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মৃত্যু-গোলাপ

নির্মলেন্দু গুণ

মৃত্যু-গোলাপ

সুন্দর গোলাপ, সুন্দর পাপড়ি,

সুন্দর লাল-,

ছবিতে দেখেই কবির দু’চোখ

আনন্দে মাতাল।

 

ভাবি, বাস্তবে না দেখাই ভালো।

ছবিতেই যদি হৃদয় চমকালো,

কাছে গেলে হবো ভস্ম।

গোলাপ, তুমি কি মৃত্যুর মতো

মহাজীবনের শস্য?

 

 

 

 

চৈত্র দিনের সূত্র ধরে

রবিউল হুসাইন

নিঃস্ব হয়ে ভস্ম হলাম

গ্রীস্মকালের তাপে

দুষ্টরা কি তুষ্ট হয়

নষ্ট কাজের পাপে

সৃষ্টিছাড়া বৃষ্টি এলে

দৃষ্টি যায় না দূরে

সুক্ষ্ম মনে দুঃখ বাড়ে

মুখ্য পদ্যের সুরে

মর্মজ্বালা স্বর্গে গিয়ে

গর্ব করে বলে

শূন্য দিয়ে পুণ্য হয় না

ধন্যযোগ হলে

চৈত্র দিনের সূত্র ধরে

পুত্র উড়ায় ঘুড়ি

জ্যৈষ্ঠ মাসে সুষ্ঠু হয়ে

পুষ্ট কেন বুড়ি

শীতের গায়ে ফিতে দিয়ে

নিতে গেলাম মাপ

চরমভাবে গরম লাগে

শরম বাপরে বাপ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর