১২ ডিসেম্বর, ২০১৭ ২১:৫৬

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

ফাইল ছবি

ভারতের সহায়তায় ৩৫টি কমিউনিটি ক্লিনিক এবং ৩টি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার বৈঠকে মন্ত্রী এ কথা জানান।

বাংলাদেশের স্বাস্থ্যখাতসহ আর্থসামাজিক উন্নয়নে ভারতের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় থেকে অদ্যাবধি ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। ভারতের সহায়তায় বাংলাদেশে গৃহীত স্বাস্থ্যখাতের প্রকল্পগুলোর কাজ ত্বরান্বিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় উভয়ে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের আগরতলার ত্রিপুরায় রাজ্য সরকারের আমন্ত্রণে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানানোয় হাইকমিশনার মন্ত্রীকে ধন্যবাদ জানান। 

হাইকমিশনার জানান, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ লাউড স্পিকারে ত্রিপুরায় বাজিয়ে শোনানো হয়েছিল যা ত্রিপুরার জনগণকে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করেছিল।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর