Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১০ অক্টোবর, ২০১৯ ১৪:৫৭

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে শুক্রবার

অনলাইন ডেস্ক

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে শুক্রবার

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা শুক্রবার থেকে হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এরপর থেকে সারাদেশে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হতে থাকবে। এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ। খবর-বাসস'র। 

আবহাওয়াবিদ রুহুল কুদ্দস জানান, আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে, সেই সাথে আকাশে মেঘলা ও গুমোটভাব থাকবে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য