৪ এপ্রিল, ২০২০ ১৮:১০
নিজ গ্রামের ১০০ জনকে খাদ্য সহায়তা

আসুন আমরা যে যতটুকু পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াই : ফুটবলার রেহানা

অনলাইন প্রতিবেদক

আসুন আমরা যে যতটুকু পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াই : ফুটবলার রেহানা

খাদ্য বিতরণ মুহূর্ত

বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে করোনা। একের পর এক দেশ কার্যত মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, শুধু মানুষের মৃত্যু মিছিল। ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। বাংলাদেশে এখন পর্যন্ত ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।

গত ২৬ মার্চ থেকে দু’দফায় ৯ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায়। তবে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান এই সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এবার সাবেক জাতীয় নারী ফুটবলার রেহানা পারভীন দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। 

জানা গেছে, নিজের বাড়ি কুড়িগ্রামের মরাকুটে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করেছেন শুকনো খাবার। রেহানা জানান, নিজের সাধ্যমত মুড়ি, চিড়া, বিস্কুট, মাস্ক ও সাবান বিতরণ করেছি। আমি ১০০ জন অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এসব দিয়েছি। এভাবে সবাই নিজের অর্থায়নে অসহায় মানুদের পাশে দাঁড়াতে পারেন। সরকারের একার দায়িত্ব না। আসুন আমরা যে যতটুকু পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াই।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর