১০ অক্টোবর, ২০২০ ২১:৫৬

ফখরুলের বাসায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

অনলাইন ডেস্ক

ফখরুলের বাসায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

আসন্ন উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণার একদিন পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাড়া বাড়িতে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ডিম ও ইট ছুঁড়ে মেরেছে। 

আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় মির্জা ফখরুলের বাসার সামনে শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভের পাশাপাশি ডিম ও ইটপাটকেল ছুঁড়ে মারে। এসময় মির্জা ফখরুল তার বাসায় অবস্থান করছিলেন। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন মহাসচিবসহ বিএনপি হাইকমান্ড।

এদিকে, এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাতে বিবৃতি দেয় দলটির স্থায়ী কমিটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘আজ বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করে বাসার ক্ষতিসাধন করে। আজ সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা এই ঘটনার পেছনে সরকারি মদদ রয়েছে বলে মনে করে।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর