বিএনপির সাবেক মহাসচিব, ভাষাসৈনিক (একুশে পদকপ্রাপ্ত) অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করবে বিএনপি।
দিনটি উপলক্ষে শুক্রবার বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বাদ জোহর গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়ায় খোন্দকার দেলোয়ারের কবর জিয়ারত শেষে দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এবং খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন আজ শনিবার ও পরশু সোমবার দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- আজ বাদ জোহর রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল।
সকালে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে খোন্দকার দেলোয়ার হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত। বাদ জোহর পাঁচুরিয়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন