বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে একটি মামলা করেছে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অভিযোগে বলা হয়েছে, ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে কাজ করেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আশীর্বাদপুষ্ট বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঢাকা লিগের চারটি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এছাড়া, দেশের অন্যতম শীর্ষ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা বিপিএলেও বেশ প্রভাব-প্রতিপত্তি ছিল তার।
এসব অভিযোগ আমলে নিয়ে মল্লিকের অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে তার তিন কোটি ৭০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে।
সম্প্রতি পাপনের নেতৃত্বাধীন বোর্ডের নানা দুর্নীতির তথ্য অনুসন্ধানে গিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে সুপারিশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ