শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

নারায়ণগঞ্জে ৬৮ ভরি স্বর্ণ লুটের অভিযোগ, আজ ধর্মঘট

নারায়ণগঞ্জ শহরের অন্যতম স্বর্ণ ব্যবসা কেন্দ্র কালীবাজার আল আমিন জুয়েলার্সে ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক শহীদল্লাহ ৬৮ ভরি স্বর্ণ লুটের অভিযোগ এনে গতকাল নারায়ণগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনায় আজ সকাল-সন্ধ্যা কালীরবাজার স্বর্ণশিল্পীদের অবস্থান ধর্মঘট ও এসি ধর রোড এলাকা অবরোধের ঘোষণা দিয়েছে কালীরবাজার স্বর্ণশিল্পী কারিগর সমিতির নেতারা।

মামলায় অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ২০-২২ জনের সশস্ত্র ডাকাতদল দোকানে প্রবেশ করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রদর্শনীর জন্য রাখা ৬৮ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। কালিরবাজার স্বর্ণশিল্পী কারিগর সমিতির সাংগঠনিক সম্পাদক মুকুল মজুমদার জানান, বৃহস্পতিবার রাতে বোমা ফাটিয়ে ডাকাতি ও বোমা নিক্ষেপে স্বর্ণ কারিগর আহত হওয়ার প্রতিবাদে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারিগররা ধর্মঘট পালন করবেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় শহরের কালীরবাজার স্বর্ণপট্টি এলাকায় ১২-১৪ জন মুখোশপরা যুবক অন্তত অর্ধশত বোমা ফাটিয়ে আল আমিন নামে একটি জুয়েলার্স থেকে ৬৮ ভরি স্বর্ণ লুট করে। এ সময় বোমার আঘাতে দোকান মালিক শহীদল্লাহ, তার ছেলে আল আমিনসহ অন্তত ১০ জন আহত হয়।

সর্বশেষ খবর