মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

তফসিল পরিবর্তনের আহ্বান মেজর (অব.) আখতারুজ্জামানের

তফসিল পরিবর্তনের আহ্বান মেজর (অব.) আখতারুজ্জামানের

সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ঘোষিত নির্বাচনী তফসিল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান। গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের বরাবরে লিখিত আবেদনে মো. আখতারুজ্জামান বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এমনকি নির্বাচনে আগ্রহী কোনো ব্যক্তির স্বার্থও বিবেচনা না করে তড়িঘড়ি দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। মনোনয়নপত্র জমা দানের জন্য মাত্র সাত দিন সময় দিয়েছেন। যার মধ্যে দুদিন ছিল সরকারি ছুটি। প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে আয়-ব্যয়ের আয়কর, টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি ও পয়োনিষ্কাশন বিল পরিশোধসহ দালিলিক প্রমাণ দাখিল করতে হয়। তফসিল ঘোষণার পর অন্তত ১৫ দিন সময়ে দিতে হয়। আখতারুজ্জামান বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৬৩ কিশোরগঞ্জ-২ নির্বাচনী আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু দেশের রাজনৈতিক সংকট, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ও ভোট গ্রহণের দিন নির্ধারণে আপনার অবিবেচনাপ্রসূত তফসিলের কারণে নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিলাম। যদি বাস্তবসম্মত তফসিল ঘোষণা করতে পারেন তাহলে সে নির্বাচনে অংশ নিতে অনেকেই এগিয়ে আসবে।

 

 

সর্বশেষ খবর