মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

বাংলাদেশের উন্নয়নে ডব্লিউটিওর ভূমিকা বাড়ানোর আহবান

বাংলাদেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রতি আহবান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তাফা কামাল এমপি। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ডব্লিউটিও পার্লামেন্টারিয়ান সম্মেলনে অংশ নিয়ে এ আহবান জানান তিনি। সম্মেলনে তার বক্তব্যে বলেন, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সংস্থার কর অবকাশ শীর্ষক আইনের সংস্কার প্রয়োজন। কারণ এসব দেশের সঙ্গে উন্নত দেশের পার্থক্য অনেক বেশি। তাই প্রতিযোগিতার ক্ষেত্রে এসব দেশ পিছিয়ে পড়ে। তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ডবি্লউটিওর একটি সহনশীল নীতি প্রণয়ন করা উচিত। বাংলাদেশ ১৫ কোটি জনসংখ্যা অধ্যুসিত। ২০৫০ সালে এ সংখ্যা ২৮ কোটিতে পৌঁছাবে। এই মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আরও বেশি অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। এ জন্য ডব্লিউটিওকে ভূমিকা রাখতে হবে।

 

 

সর্বশেষ খবর