সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

ওয়ার্কার্স পার্টিতে ফাটল

সর্বদলীয় সরকারে যোগ দেওয়া নিয়ে ওয়ার্কার্স পার্টিতে ফাটল ধরেছে। মন্ত্রিত্ব গ্রহণ ও দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের সভাপতি রাশেদ খান মেননের একতরফা অংশ নেওয়ার অভিযোগ এনে গতকাল দলের কেন্দ্রীয় কমিটির একজন ও একজন বিকল্প সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা হলেন জাতীয় ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক তারা এবং রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না। রাকসুর সাবেক ভিপি ও বিকল্প সদস্য রাগিব আহসান মুন্না দুজনের পদত্যাগের কথা বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। তিনি অভিযোগ করে বলেন, রাশেদ খান মেনন সংসদ সদস্যদের বিশেষ অধিকারের পরিপ্রেক্ষিতে বিদ্যমান সংসদ বহাল রেখে জাতীয় নির্বাচন হলে তা লেভেল প্লেয়িং ফিল্ডের বিরোধী হবে বলে সংসদে নিজেই বিষয়টি উত্থাপন করেছিলেন। এ নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলনও করেছিলেন। কিন্তু নির্বাচন যতই এগিয়েছে তিনিও ততই এসব বিষয়ে তার নিজের বলা কথা বিস্মৃত হয়েছেন। তারা একজন প্রবীণ রাজনৈতিক নেতা হিসেবে তার এই রহস্যজনক ভূমিকা দলের সাধারণ কর্মী ও সাধারণের কাছে ব্যাখ্যা দানের দাবি জানান। এদিকে তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মলি্লক। তিনি বলেন, পদত্যাগপত্র জমা দিলেই যে তা গৃহীত হবে এমন ব্যবস্থা দলে নেই। এটা বুর্জুয়া পার্টি নয়। তাছাড়া ওই দুই নেতা যে কারণ দেখিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন তা সঠিক নয়। পার্টির সভাপতির নির্বাচনে যাওয়া এবং সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করা দলীয় সিদ্ধান্ত। তবে মুন্না দাবি করেন, সভাপতির একতরফা নির্বাচনে অংশ নেওয়ার প্রতিবাদে তারা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন।

সর্বশেষ খবর