সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

দশম জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণের আশা দেখছি না

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার মাধ্যমে দশম জাতীয় নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের আশা দেখছি না। রাজধানীর সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, বর্তমান তফসিলে ৫ জানুয়ারি নির্বাচন। হাতে আর সময় নেই। এই অবস্থায় বিরোধী দলের নির্বাচনে আসার সম্ভাবনা ক্ষীণ। তবে আলোচনা চলছে, এর মাধ্যমেই সংকট সমাধানের পথ বের হবে। ওবায়দুল কাদের বলেন, সমঝোতা হলে ১১তম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বিএনপি কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের আর কোনো সুযোগ নেই।

মন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরবর্তী জেনারেশন প্রজেক্ট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হতে যাচ্ছে। এতে ব্যয় ধরা হচ্ছে ৮ হাজার ৩০৭ কোটি টাকা। জমি অধিগ্রহণের টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণে আর কোনো জটিলতা নেই। আগামী মাস থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফিজিক্যাল ওয়ার্ক শুরু হবে। এর মূল কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধান প্রকৌশলী কবির হোসেনসহ যোগাযোগ ও সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ খবর