সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

তামাশার নির্বাচন বিজয় দিবসকে তমশাচ্ছন্ন করে দিয়েছে

জেএসডি

প্রতিদ্বন্দ্বী প্রার্থীবিহীন একতরফা তামাশার নির্বাচন এবারের বিজয় দিবসকে তমশাচ্ছন্ন করে দিয়েছে বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির নেতারা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। বিগত ৪৩ বছরেও জনগণের সে প্রত্যাশা পূরণ হয়নি। সর্বশেষ এবারের নির্বাচন নিয়ে টেন্ডার ভাগাভাগির মতো আসন ভাগাভাগির যে নোংরা খেলা দেখানো হলো তা দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে কলঙ্ক লেপন ছাড়া আর কিছুই নয়। জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, লাখো শহীদের আত্দত্যাগের প্রতি সম্মান দেখানোর স্বার্থেই অবিলম্বে হাস্যকর নির্বাচন বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ খবর