সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

গণতন্ত্র বিসর্জনের আয়োজন চলছে

সিপিবি-বাসদ

গণতন্ত্র বিসর্জনের আয়োজন চলছে বলে অভিযোগে করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল পুরানা পল্টন মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবি ও বাসদ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তারা এ কথা বলেন। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনকে ঘিরে দেশে যে তামাশা চলছে, তাতে সরকারের দেউলিয়াত্বের পাশাপাশি নির্বাচন ব্যবস্থার ত্রুটি ফুটে উঠেছে। জনগণের ভোট ছাড়াই যদি ১৫৪ জন নির্বাচিত হন, তবে কি সেই সংসদকে জনগণের প্রতিনিধিত্বশীল বলা যাবে? সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুসহ নির্বাচনব্যবস্থা সংস্কারের যে দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, সেই দাবির যৌক্তিকতা আবারও প্রমাণিত হয়েছে। গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন, গণতান্ত্রিক ও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার ৪২ বছরেও মুক্তিযুদ্ধের স্বপ্ন-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, একতরফা নির্বাচনে রাজনৈতিক সংকট সমাধান হবে না, বরং সংকট আরও ঘনীভূত হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে। এতে গণতান্ত্রিক চেতনার বিকাশ হবে না। বরং গণতান্ত্রিক মূল্যবোধ ব্যাহত হবে। মানুষ প্রহসনের নির্বাচন এবং আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উঠছে।

সর্বশেষ খবর