বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সুন্দরবনে দু\\\'দল বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ

সুন্দরবনে দু\\\'দল বনদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ

পূর্ব সুন্দরবনে আধিপত্য বিস্তার নিয়ে বনদস্যু মাস্টার বাহিনী ও কামাল বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে মাস্টার বাহিনীর প্রধান আলী শেখসহ (৩৮) ৪ বনদস্যু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার রাতে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন কোকিলমনি ফরেস্ট ক্যাম্পের সিঁতার খাল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাহিনী প্রধান আলী শেখ ১টি একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ রাত ১০টায় কোকিলমনি কোস্টগার্ড স্টেশনে এসে আত্মসমর্পণ করেন। তার বাহিনীর গুলিবিদ্ধ অপর তিন সদস্যকে প্রতিপক্ষ কামাল বাহিনী ধরে নিয়ে গেছে। বর্তমানে আহত আলী শেখকে কোস্টগার্ডের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোস্টগার্ড পশ্চিম জোন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আতিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বনদস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে কামাল বাহিনীর অস্ত্র ও জনবল বেশি হওয়ায় মাস্টার বাহিনী তাদের কাছে পরাস্ত হয়। এতে বাহিনী প্রধান আলী শেখ ও তার বাহিনীর আরও ৩ সদস্য গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় আলী শেখ কোস্টগার্ড ক্যাম্পে এসে আত্মসমর্পণ করায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার পর পর গুলিবিদ্ধ দস্যুদের উদ্ধারে সুন্দরবনে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে কোস্টগার্ডের কর্মকর্তা জানিয়েছেন।

 

 

সর্বশেষ খবর