বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

এ-ও লেভেল পরীক্ষার্থীদের নিরাপত্তা দেবে পুলিশ

এবার পরীক্ষার্থীদেরও নিরাপত্তা দেবে পুলিশ। রাজনৈতিক কর্মসূচির কারণে বিভিন্ন স্তরের পরীক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় পুলিশ তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে। বিশেষ করে গতকাল হরতাল শেষে ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষা শুরু হওয়ায় উৎকণ্ঠা নিয়ে অনেক অভিভাবক থানার মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, রাজনৈতিক কর্মসূচির মধ্যেও অভিভাবকরা যদি তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে চান তাহলে ডিএমপি পরীক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। 
এর জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি। গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সারা দেশে সাড়ে পাঁচশ স্কুলঘর পুড়িয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, বিষয়টি একটি দেশের ভবিষ্যতের জন্য চরম হুমকি। যারা এসব কর্মকাণ্ড ঘটিয়ে থাকেন তাদের বিবেকের তাড়নায় ধ্বংসাত্দক কর্মকাণ্ড থেকে ফিরে আসার আহ্বানও জানান তিনি। তিনি বলেন, আজ (গতকাল) হরতাল শেষে ও-লেভেল এবং এ-লেভেল-এর পরীক্ষা ঢাকার ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দেওয়া নিরাপত্তা ব্যবস্থা সাময়িক। তবে পুলিশ পরীক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তারা চাইলে রাজনৈতিক কর্মসূচির মধ্যেও পরীক্ষা দিতে পারবে। তাদের যথাসম্ভব নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেবে পুলিশ। যদি কেউ নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে কাছের থানাকে জানাতে হবে।

সর্বশেষ খবর