রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

জাসদ নেতা কাজী আরেফ হত্যার ১৫তম বার্ষিকী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফসহ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পাঁচ নেতা হত্যাকাণ্ডের ১৫তম বার্ষিকী আজ। গত ১৫ বছরেও শেষ হয়নি নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার, শনাক্ত করা যায়নি মূল পরিকল্পনাকারীদের। আরেফ হত্যার বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করবে। কুষ্টিয়ার দৌলতপুরসহ ঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে বেদনাবিধুর এ দিবসটি। বিকাল ৪টায় রাজধানীর গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় কাজী আরেফ আহমেদ, জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মণ্ডল একদল সন্ত্রাসীর গুলিতে ঘটনাস্থলে নিহত হন।

সর্বশেষ খবর