রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সেনাবাহিনী মাঠে নামছে সোমবার

সেনাবাহিনী মাঠে নামছে সোমবার

প্রথম দফায় ৯৭টি উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সোমবার মাঠে নামছে সেনাবাহিনী।  আগামী ১৯ ফেব্রয়ারি প্রথম দফার ৯৭টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচনের আগের দুই দিন এবং নির্বাচনের পরের দুই দিন ও নির্বাচনের দিনসহ মোট ৫ দিন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী আগামীকাল সোমবার থেকে সেনাবাহিনীসহ র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার এবং পুলিশ সদস্যদের প্রথম দফার উপজেলাগুলোতে মাঠে নামার কথা রয়েছে।

প্রথম দফা উপজেলা নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১০২টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারণে ৫টি উপজেলায় এদিন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

সর্বশেষ খবর