বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

বাংলাদেশ ব্যাংকের জিএম বরখাস্ত

এবার দুর্নীতির দায়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম)  গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফার বিরুদ্ধে বেসিক ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি তদন্তে দুর্নীতির প্রমাণ পায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ বৈঠকে গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, চূড়ান্ত চাকরিচ্যুত করার আগ পর্যন্ত গোলাম মোস্তফা ওএসডি হিসেবে থাকবেন।
 

সর্বশেষ খবর