শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

শিমুলিয়া-কাওড়াকান্দিতে দীর্ঘ যানজট

শিমুলিয়া-কাওড়াকান্দিতে দীর্ঘ যানজট

শিমুলিয়া-কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসির এজিএম আশকিুজ্জামান জানান, যানজট নিরসনের চেষ্টা করা হচ্ছে। এ সমস্যা দ্রুত কেটে যাবে বলে জানান তিনি।

মাওয়া থেকে অস্থায়ীভাবে ফেরিঘাট শিমুলিয়ায় স্থানান্তরিত করায় বৃহস্পতিবার দুপুর ২টা থেকে এই যানজট শুরু হয়। এদিন শিমুলিয়া ঘাট থেকে শ্রীনগরের খানবাড়ী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এ পরিধি আরও দীর্ঘ হচ্ছে।

সংযোগ সড়কটি কাঁচা হওয়ায় পণ্যবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস ওঠানামা করতে গিয়ে আটকে যাচ্ছে। এতে পরিবহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা শিমুলিয়া ঘাটে অপক্ষো করতে দেখা গছে।

এ ছাড়া সড়ক সম্প্রসারণ করার জন্য বন বিভাগ দুই পাশের গাছ কেটে সরিয়ে নিচ্ছে। এতেও যানজট সৃষ্টি হচ্ছে।

বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর