শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

পল্লী বিদ্যুতের ২০ হাজার কর্মীর চাকরি স্থায়ীকরণের দাবি

পল্লী বিদ্যুতের ২০ হাজার কর্মীর চাকরি স্থায়ীকরণের দাবি

প্রায় ২০ হাজার কর্মীর চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করে আসছি। বাংলাদেশের সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রেড একই হওয়ায় সবার বেতন বৃদ্ধি পেয়েছে। শুধু বেতন বৃদ্ধি হয়নি মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের। বর্তমানে আমাদের যে বেতন দেওয়া হয়, তাতে পরিবার নিয়ে জীবনযাপন করা খুবই কঠিন। অন্যান্য পোস্ট স্থায়ীকরণ করা হয়েছে কিন্তু দীর্ঘ বছর ধরে আমাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না।

তিনি বলেন, বাংলাদেশে প্রায় ২০ হাজার চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জার রয়েছেন। অথচ প্রধানমন্ত্রী বলেছেন, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কোনো কর্মচারী থাকবে না। চাকরি স্থায়ীকরণের জন্য সংগঠনটি প্রধানমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, শ্রমমন্ত্রী ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে জোর দাবি জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৪/আহমেদ

সর্বশেষ খবর