মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রাম আদালতের কাজ সচল করার দাবিতে আলটিমেটাম

হরতালে চট্টগ্রাম আদালতের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে গতকাল চট্টগ্রাম আইনজীবী সমিতিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা চার দিনের আলটিমেটাম দিয়েছেন। এতে বলা হয়েছে, সমিতি আদালতের কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন না করলে ৮ মার্চ থেকে আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ নেবেন। সকালে জেলা আইনজীবী সমিতির এক নম্বর বার মিলনায়তনে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে সভায় এ আলটিমেটাম দেওয়া হয়। এদিকে হরতালে আদালতের কার্যক্রমে অংশ নিতে আইনজীবী সমিতির নিষেধাজ্ঞার পরও গতকাল এজলাসে বসেন বেশ কয়েকজন বিচারক। এ সময় রাষ্ট্রপক্ষের কয়েকজন কেঁৗসুলি আদালতের কার্যক্রমে অংশ নেন। কিন্তু অনুপস্থিত থাকেন সাধারণ আইনজীবীরা। এ ব্যাপারে জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম বলেন, বিচারকরা প্রতিদিন এজলাসে উঠছেন। সাধারণ আইনজীবীরাও আদালতে যেতে চান। কিন্তু সমিতির সিদ্ধান্তের কারণে যেতে পারছেন না। তাই আইনজীবীরা সমিতিকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চার দিন সময় দিয়েছেন। না হলে রবিবার থেকে কোর্ট শুরু করব। তিনি বলেন, ন্যায়বিচার এবং বিচারপ্রার্থীদের স্বার্থে, আইনজীবীদের রুটি-রুজির স্বার্থে আমরা আর আদালতে না গিয়ে থাকতে পারছি না।

এদিকে বিরোধের জের ধরে গতকাল আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা আদালতে দফায় দফায় পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেছেন। একপর্যায়ে এক নম্বর বার ভবনে শুরু হয় সাধারণ আইনজীবীদের বিশেষ তলবি সভা। এ সভায় বিএনপি-জামায়াতপন্থিরা হামলা করে বলে অপরপক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ খবর