রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বর্তমান সরকারের আমলেই শান্তিচুক্তি বাস্তবায়ন

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই পার্বত্য শান্তিচুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে শান্তিচুক্তির বেশির ভাগ শর্ত বাস্তবায়ন করা হয়েছে। ভূমিসহ অবাস্তবায়িত শর্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। গতকাল সকাল ১০টায় বান্দরবান-কেরানীহাট সড়কের হাঙ্গর খালের ওপর ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য। মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে আলীকদম থেকে থানছি উপজেলা হয়ে বান্দরবান সদরের সঙ্গে সড়ক নির্মাণের কাজ চলছে। এ রাস্তার নির্মাণকাজ শেষে হলে পর্যটকরা কক্সবাজার থেকে থানছি ও রুমা উপজেলার কেওক্রাডং, তাজিংডংসহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলো দেখে বান্দরবান সদরে আসতে পারবেন।

সর্বশেষ খবর