রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ইউরোপিয়ান পার্লামেন্টারি ফোরামে বাংলাদেশের সাফল্যের প্রশংসা

ইউরোপিয়ান পার্লামেন্টারি ফোরামের প্যানেল বক্তারা মা ও শিশুর মৃত্যুহার হ্রাসসহ প্রজনন স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। জার্মানির পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ক্লডিয়া রোথ গত শুক্রবার দুদিনব্যাপী এই কনফারেন্সের উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তিনি বক্তব্য রাখেন। জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানায়, ইউরোপীয় পার্লামেন্টারি ফোরাম এবং জার্মান অল পার্টি পার্লামেন্টের জনসংখ্যা ও উন্নয়ন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। জি-সেভেনভুক্ত ২০ সংসদীয় এ আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল ‘স্বপ্রণোদিত, উন্নত ও উৎপাদনশীল জীবনযাপনে  মহিলা ও মেয়েদের নেতৃত্ব প্রতিষ্ঠা’।
 

সর্বশেষ খবর