রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
গোলটেবিলে বক্তারা

তিস্তার পানির সুষম বণ্টন নিশ্চিত করতে হবে

দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকলে আগামী ৩০ বছর পর জনসংখ্যা হবে ২৫ কোটি। বাড়তি জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে তিস্তার পানির সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক গোলটেবিলে এসব কথা বলেন বক্তারা। সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি  সোসাইটি ‘তিস্তার পানি ইস্যু সমাধান হবে কী’ শীর্ষক এ গোলটেবিলের  আয়োজন করে। সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রকৌশলী ইনামুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, অধ্যাপক দিলারা  চৌধুরী, প্রকৌশলী এস আই খান, প্রকৌশলী শহিদুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার অভাবে প্রতি বছর বাংলাদেশ ৩০ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে।
 

সর্বশেষ খবর