বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা

শাহজালালে সোনা সিগারেটসহ আটক ২

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনা ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। তারা হলেন জাকির হোসেন ও নূরে আলম। ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, গতকাল দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এমএইচ-১৯৬) ঢাকায় আসে জাকির। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি করা হয়। একপর্যায়ে তার লাগেজে সংরক্ষিত সাবানের ভিতরে ৬০৩ গ্রাম সোনা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।
আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, গতকাল দুপুরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০৮৭) ঢাকায় আসেন নারায়ণগঞ্জের নুরে আলম। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার লাগেজে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম সোনা ও ১০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই ফ্লাইটে আসা আবদুর রহিমের কাছ থেকেও ১০০ গ্রাম সোনা জব্দ করা হয়। তবে কর দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর