বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা

২৪০০ টন ক্ষমতার জার্মানি হ্যামার এখন পদ্মা পাড়ে

প্রায় আড়াই হাজার টন ক্ষমতা সম্পন্ন জার্মানি হ্যামার পদ্মা সেতুর মূল পাইলিং কাজের জন্য মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে গতকাল সকালে মাঝ পদ্মায় নোঙরে করেছে। খবর পেয়ে বিকাল ৪টার দিকে পদ্মা পাড়ে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেছেন, বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর পাইলিংয়ের জন্য ২৪০০ টনের ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় হ্যামারটি এখন মাওয়ার মাঝ পদ্মায় পাইলিং কাজের জন্য প্রস্তুত। ৮ দিন আগে মংলা নৌবন্দর থেকে মাওয়ার উদ্দেশে এটি রওনা হয়। আগামী ১ জুলাই থেকে এর ব্যবহার শুরু হবে এবং অক্টোবরে মূল পাইলিং কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, পদ্মা সেতুর সব কাজ শিডিউল অনুযায়ী অত্যন্ত সুচারুরূপে এগিয়ে চলছে। শিডিউল অনুযায়ী পিছিয়ে নেই বরং এগিয়ে আছে এর কাজ। বিকাল সাড়ে ৪টার সময় মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু কাজে ব্যবহারের জন্য আসা জার্মানি হ্যামারটি পরিদর্শনকালে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। হ্যামারটি দেখান ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের প্রজেক্ট ম্যানেজার লিউজেন হুয়া। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল।
 

সর্বশেষ খবর