শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ঈদে চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : বিএনপি

ঈদকে কেন্দ্র করে সবক্ষেত্রে চাঁদাবাজির দৌরাত্দ্য বেড়েছে বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেছেন, সরকার এই চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এসব চাঁদাবাজির ঘটনার সঙ্গে শাসক দলের লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত বলেও অভিযোগ করেন তিনি। গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিপন বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই চাঁদাবাজির দৌরাত্দ্য বাড়ে। কিন্তু এ বছর তা কয়েকগুণ বেড়েছে। সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে আগেই সতর্ক হওয়া উচিত ছিল। জনগণের যাত্রা নির্বিঘ্ন এবং ঈদের সময়ে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এম এ কাইয়ুম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মাওলানা আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ বছর ঈদের শুভেচ্ছা বিনিময়ের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যের সঙ্গে বিবেচনা করতে চাই। বাংলাদেশের রাজনীতি হানাহানি দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতির মধ্যে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র আজ সংটাপন্ন। রাজনীতিবিদদের পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণে সংস্কৃতির কোনো পরিবর্তন ঘটছে না। এই পরিস্থিতি দুই প্রধান দলের শীর্ষ পর্যায়ের নেতার শুভেচ্ছা বিনিময়কে জনগণ শুধু লৌকিক ও তাৎপর্যহীন একটি ঘটনা হিসেবে বিবেচনা করতে নারাজ। রিপন বলেন, বিএনপির শীর্ষ নেতাসহ অনেক নেতা-কর্মী কারাগারে আছেন। সরকারের মন্ত্রী, এমপিরা পরিবার পরিজনের সঙ্গে ঈদ পালন করবেন। আশা করি, সরকার মানবিক দিক বিবেচনা করে ঈদের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দেবেন। তারা মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে আনন্দে ঈদ পালন করতে পারেন।

সর্বশেষ খবর