বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

শোলাকিয়ায় ঈদ জামাতের দায়সারা প্রস্তুতি!

টানা কয়েকদিনের বৃষ্টিতে দেশের সর্ববৃহৎ ঈদগা শোলাকিয়া মাঠের বিভিন্ন স্থানে পানি জমেছে। পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা এখানে নেই। প্রায় প্রতিবছর এমন অবস্থা হলে দায়সারা গোছের প্রস্তুতিতেই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এবারও একই ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

১৮২৮ সালে শোলাকিয়ায় ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সে হিসাবে শোলাকিয়ায় এবার হবে ১৮৮তম জামাত। জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। জামায়াত শুরু হবে সকাল ১০টায়। জানা গেছে, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে মাঠে। ঈদগা সংলগ্ন পুকুরটি সংস্কারের অভাবে এর পানি দূষিত হয়ে গেছে। নরসুন্দা নদীতে সেতু না থাকায় মুসল্লিদের কষ্ট করে ঈদগায়ে আসা-যাওয়া করতে হয়। এ ছাড়া ঐতিহ্যবাহী এ ঈদগায়ের মিম্বরটি খুবই সাদামাটা। অন্যদিকে প্রতিবছরই এ মাঠে মুসল্লির সংখ্যা বাড়ছে। পূর্ব ও পশ্চিম দিকে মাঠটি বর্ধিত করার সুযোগ থাকলেও তা করা হচ্ছে না। ফলে ঈদগা উপচে মুসল্লিরা রাস্তাসহ বাড়িঘরের আঙিনায়ও ঈদের নামাজ আদায় করতে বাধ্য হন। মাঠটিকে পূর্ব-পশ্চিমে আরও বর্ধিত করে আকর্ষণীয় একটি মসজিদ ও ঈদগা সড়কে একটি দৃষ্টিনন্দন তোরণ নির্মাণেরও দাবি এলাকাবাসীর। বৃষ্টির পানি সরে যাওয়ার ব্যবস্থা করে মাঠটিকে তৈরি করার দাবি স্থানীয় এলাকাবাসীসহ মুসল্লিদের দীর্ঘদিনের। এদিকে, ঈদ জামাতের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও ঈদগা পরিচালনা কমিটির সভাপতি জিএসএম জাফরউল্লাহ। তিনি জানান, সমস্যাগুলো কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দিন মাঠে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান। তিনি জানান, সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ জামাতের প্রস্তুতি হিসেবে মাঠের দাগকাটা, মিম্বর ও দেয়ালে রং করা, মাইকে বৈদ্যুতিক লাইন সংযোগ, ওজুখানা সংস্কার সম্পন্ন করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর