বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

‘সরানো হবে লঞ্চ টার্মিনাল’

নৌপথের যাত্রীসেবা আরও নিরাপদ করতে সদরঘাট টার্মিনাল সরিয়ে পূর্বদিকে অবস্থিত শ্যামবাজার শ্মশানঘাটের কাছে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। গতকাল বিকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এ সময় নৌমন্ত্রী টার্মিনালের বর্তমান পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি নৌযান মালিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, এখনো সার্বিক পরিস্থিতি ভালো। আজ গার্মেন্টগুলো ছুটি হলে চাপ কিছুটা তৈরি হবে। যাত্রীদের ভিড় সামলানো তখন কঠিন হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ৫০০ ফিটনেসবিহীন লঞ্চ রং করে নামানো হচ্ছে বলে পত্রিকায় খবর  বেরিয়েছে।
 ঈদ এলে সবাই যানবাহনের সৌন্দর্য বাড়ায়। ছোটখাটো ত্রুটি থাকলে মেরামত করে। কিন্তু সেগুলো ফিটনেসবিহীন লঞ্চ নয়। আমরা কখনো ফিটনেসবিহীন লঞ্চ চলাচলের অনুমতি দেইনি। দেব না। মন্ত্রী বলেন, দুর্ঘটনা ঘটে সাধারণত ছোট লঞ্চগুলোতে। তাই এখন বড় লঞ্চ তৈরি করছি। এ লঞ্চগুলো স্বাভাবিক আবহাওয়ায় সাগরে চলতেও সক্ষম হবে। এবার বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় আবহাওয়া প্রতিবেদন দেখে নৌযান চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এরপর মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন।
 এ সময় বিআইডব্লিউটিএ ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর